নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানে ভয়ঙ্কর ঘটনা। আলওয়ারে চলন্ত গাড়িতে বিবাহিত মহিলাকে ১১ দিন ধরে গণধর্ষণের অভিযোগ। মহিলাকে আটকে রেখে দফায় দফায় ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করলে নাকি মুখে কাপড় গুজে চলতে থাকে লাগাতার ধর্ষণ। তিরায়া থানায় অভিযোগ জানালেও এখনও অবধি এই ঘটনায় অ্যারেস্ট হয়নি কেউই। অধরা অভিযুক্তরা। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে।
নিপীড়িত মহিলা জানান, “২৪ এপ্রিল রাত ৯টার দিকে আমি আমার বাড়ি থেকে বের হই। তিনজন লোক একটি বোলেরো গাড়িতে করে এসে আমাকে অপহরণ করে। তাঁরা আমাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে আরও চারজন লোক তাঁদের সঙ্গে যোগ দেয়। তারপর পানিয়াল রোডে নিয়ে গিয়ে পালাক্রমে আমাকে ধর্ষণ করে। আমি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্তদের একজন মুখে কাপড় ঢুকিয়ে দেয়। অন্য দুজন আমার হাত-পা বেঁধে দেয়। ১১ দিন ধরে আটকে রেখে বারবার নির্যাতন করা হয়। অভিযুক্তরা তাঁর অশ্লীল ভিডিয়ো রেকর্ড করেছিল।
ওঁরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছিল। এই কথা কাউকে জানালে আমাকে মেরে ফেলবে। মামলা দায়েরের পর অভিযুক্তরা আমাকে হুমকি দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার কথা বলে। আমি যদি তাঁদের প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।” রাস্তার ধারে অচেতন অবস্থায় ফেলে দিয়ে যায়। স্থানীয়দের সহায়তায়, বাড়ি ফিরে খবর দেয় পরিবারকে। তবে, অভিযুক্তদের হুমকির কারণে পরিবার প্রথমে পুলিশের কাছে যেতে চায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পরে গেলেও, এফআইআর নথিভুক্ত করা হয়নি, মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। পরবর্তীতে, পরিবার আদালতের দ্বারস্থ হয়, আদালতের নির্দেশে পুলিশ মামলা দায়ের করে। অভিযুক্তের দাবি ফ্রেশ হওয়ার জন্য ঘর থেকে খানিক দূরে গিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎই একটি বোলেরো গাড়িতে হাজির হয় ৩ অভিযুক্ত। জোর করে মহিলাকে ওই গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুদূরে গিয়ে এক জায়গায় গাড়ি দাঁড় করায়। সেখানে আরও ৪ জন গাড়িতে ওঠে। এরপর মহিলাকে গাড়িতে করে পানিয়ালা রোডে নিয়ে যায়।
ওখানেই মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অভিযুক্তরা দফায় দফায় গণধর্ষণ করে তাঁকে। ১১ দিন পর অচেতন অবস্থায় রাস্তার ধারে মহিলাকে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা বলেই জানা গিয়েছে। আদালতের নির্দেশে ২ জুন বাগাদ তিরায়া থানায় এফআইআর দায়ের করা হয়। নিপীড়িত মহিলার স্বামীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২৪ এপ্রিল রাতে, যখন মহিলা মলত্যাগের জন্য তাঁর বাড়ির বাইরে যান। অভিযোগ, তিনজন লোক তাঁকে জোর করে একটি বোলেরো গাড়িতে তুলে নেয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) এর অফিসে যান। তদন্তটি রামগড়ের ডিএসপি সুনীল কুমার শর্মার কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তেজপাল সিং জানিয়েছেন, এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। মহিলার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ড করা হবে। তিনি জানান অভিযুক্তরা বর্তমানে পলাতক হলেও শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।