নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের শিখর জেলায় বিদ্যালয়ের মধ্যে আচমকা চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া নীচে লুটিয়ে পড়ে। কিশোরীর হার্ট অ্যাটাক হয়েই মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত কিশোরী প্রাচী কুমাওয়াত। বয়স ৯ বছর। আদর্শ বিদ্যা মন্দির বিদ্যালয়ের ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের টিফিন টাইম চলাকালীন এই ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে খবর, পড়ুয়ারা ক্লাসরুমে বসেই টিফিন খাচ্ছিল। তখন প্রাচী টিফিন বাক্স খুলতে খুলতেই অজ্ঞান হয়ে মাটিতে গড়িয়ে পড়ে যায়। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর এসকে হাসপাতালে স্থানান্তরিত করে দেন। ওই সময় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময়ই প্রাচীর আবার হার্ট অ্যাটাক হয়। আর প্রাচীর অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, প্রাচীর একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছিল, তার জেরেই এই মৃত্যু ঘটেছে। কিন্তু এত অল্প বয়সে হার্ট অ্যাটাক হলো কিভাবে? তা নিয়ে চিকিৎসক মহল অত্যন্ত উদ্বিঘ্ন।
Sponsored Ads
Display Your Ads Here