পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ৭২ ঘন্টার মধ্যে একের পর এক গ্রেফতার। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁর খুনের ঘটনায় গতকাল রাতে পুলিশ আরো এক জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রফিকুল খান। বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। বর্তমানে মোট গ্রেফতারীর সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাসনাবাদের সদরপুর থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। সে এই খুনের পরিকল্পনায় যুক্ত ছিল। হত্যার পনেরো দিন আগেই রেজ্জাক খাঁকে সরিয়ে দিতে চেয়েছিল। সেই মতো খুনের ছক তৈরী হয়েছিল। কিন্তু কোনো কারণে পরিকল্পনা ভেস্তে যায়। ফের নতুন পরিকল্পনা করে তাকে খুন করা হয়। প্রসঙ্গত, রেজ্জাক খাঁর হত্যার ঘটনায় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা প্রথম থেকেই আইএসএফের দিকে অভিযোগ তুলছেন।
রবিবার এই খুনের মূল চক্রী তথা তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে পুলিশ গ্রেফতার করেন। পুলিশের সন্দেহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতাতেই এই খুন হয়েছে। এমনকি, গ্রেফতার হওয়া আজাহারউদ্দিন মোল্লা নিজেও তৃণমূলের সঙ্গে যুক্ত। আগে আজাহারউদ্দিন মোল্লা আইএসএফ করত। তবে বোমা বাঁধতে গিয়ে গুরুতর ভাবে আহত হওয়ায় পরে আইএসএফ ছেড়ে শওকত মোল্লার হাতে ধরেই তৃণমূলে চলে আসে।
Sponsored Ads
Display Your Ads Here