নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতীয় রেল নিরাপত্তার ক্ষেত্রে বড়ো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সম্প্রতি রেল লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন সব কোচেই সিসিটিভি ক্যামেরা বসিয়ে পরীক্ষামূলক ভাবে নিরাপত্তা অভিযান সেরেছে। আর সাফল্য লাভ করেছে। এবার সেই সাফল্যের হাত ধরেই পাকাপাকি ভাবে ভারতের প্রায় প্রতিটি ট্রেনে সিসিটিভি বসতে চলেছে।
চালকের কামরা থেকে একেবারে শেষে গার্ডের কামরা অবধি সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়ানো হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “ইতিমধ্যেই নতুন ৭৪ হাজার কোচে ও ১৫ হাজার লোকো পাইলট বা ট্রেনের চালকের কামরায় সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি রেল কোচে মোট চারটি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যার মধ্যে দু’টি একেবারে কোচে প্রবেশের মুখে এবং ছ’টি সিসি ক্যামেরা পাইলটের কামরায় লাগানো হবে।
পাশাপাশি কেন্দ্র যাত্রীদের যথাযথ সুরক্ষার কথা মাথায় রেখে উন্নতমানের ও আধুনিক STQC সার্টিফায়েড সিসি ক্যামেরায় জোর দিচ্ছে। রেলমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে, “এমন সিসিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যা AI-Powered এবং প্রতি ঘণ্টার একশো কিলোমিটার গতিবেগেও স্থিতিশীল ভিডিয়ো তুলে ধরে।
Sponsored Ads
Display Your Ads Here