নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির অন্তর্গত ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকায় যুবতীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আজ বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচ জনকে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক যুবক যুবতীকে উত্ত্যক্ত করছিল। ফলে যুবতীর পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এরপরই অভিযুক্ত তাদের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। আর পরিবারের পাঁচ জন সদস্যকে এলোপাথাড়ি কোপ মেরে চলে যায়। তারপর গুরুতর আহত অবস্থায় আক্রান্তদের ধূপগুড়ির একটি নার্সিংহোম ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এদিকে, এই হামলার ঘটনায় প্রতিবেশীরা ধূপগুড়ি থানার সামনে জড়ো হন। আর ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবীতে সরব হন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছেন। পাশাপাশি তদন্ত চলছে। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায় এলাকাতে আসেন। আর আপাতত কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় টহলদারি চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here