নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের সুতির থানার অন্তর্গত নিমতিতা সীমান্তবর্তী এলাকায় এক যুবক নিষিদ্ধ মাদকদ্রব্য প্রবেশ করানোর চেষ্টা করেছিল। কিন্তু বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) বাধা দেয়। তবে ওই যুবক বাধা উপেক্ষা করে প্রবেশের চেষ্টা করলে জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। ওই যুবকের নাম সরিফুল শেখ। বয়স ৩০ বছর। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়।
বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রফিকুল নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশী মাদকদ্রব্য পাচার করছিল। ওই সময় কর্মরত বিএসএফ জওয়ান তাকে পিএজি গান দিয়ে গুলি চালায়। এরপর রফিকুল আহত হয়ে সেখানে লুটিয়ে পড়ে। তখন বিএসএফের অধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে রফিকুলকে গ্রেফতার করেন। তবে আহত হওয়ায় মালদা মেডিকেল কলেজ হালপাতালে ভর্তি করেন।
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়েছে যে, রফিকুল সীমান্ত পেরিয়ে ফের মুর্শিদাবাদ এসে মাদবদ্রব্য নিয়ে আবার চোরা পথে বাংলাদেশ যাচ্ছিল। কিন্তু সীমান্ত পার করে মুর্শিদাবাদের নিমতিতা প্রবেশ করেছে কিভাবে? আর কোনো উদ্দেশ্য ছিল কি না তা জানার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here