নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের বেলদার ষাট নম্বর জাতীয় সড়কে রানিসরাইয়ের কাছে খড়গপুর থেকে ওড়িশাগামী একটি SUV গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙেচুড়ে একাকার। এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন আসানসোলের একটি আবাসনের বাসিন্দা ৪২ বছর বয়সী অতনু গুহ, ৪৪ বছর বয়সী হিমাদ্রিশেখর পাত্র, ৪৮ বছর বয়সী বিশ্বজিৎ মণ্ডল ও ৬০ বছর বয়সী কার্তিকচন্দ্র লাহিড়ী। মৃতদের মধ্যে অতনুবাবুর ঠিকাদার সংস্থা রয়েছে। বিশ্বজিৎবাবু আসানসোলের বেসরকারী তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। আর হিমাদ্রিবাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
জানা যায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে চলে যায়। তখন গাড়িটি অভিমুখ ঘোরানোর আগেই ওই লেন থেকে আসা একটি লরি তাতে সজোরে ধাক্কা দেয়। এই মুখোমুখি সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যেতেই আরোহীদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার জেরে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে গ্যাস কাটার এনে গাড়িটিকে মাঝ বরাবর কেটে মৃতদেহগুলি বের করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, গতকাল আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েতে একটি লরিকে একই সময়ে পাশ কাটাতে গিয়ে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় আরামবাগ প্র্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করে।