নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সাতসকালে দিল্লির সীলামপুর এলাকায় হঠাৎ একটি বহুতল ভেঙে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পুলিশ ও দমকল বিভাগ খবর পেয়ে দ্রুত ছুটে আসে। দমকলের মোট সাতটি ইঞ্জিন উপস্থিত হয়ে কাজ শুরু করে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও এসে পৌঁছায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সূত্রের খবর, বাড়িটিতে দশ জন থাকত। এর মধ্যে তিন জন শিশু সহ তিন জন মহিলা ছিল। ইতিমধ্যে উদ্ধারকারীরা চার জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে এনেছেন। স্থানীয়রাও এই উদ্ধারকাজে সাহায্য করছেন। তবে এখনো অনেকেই ভেঙে পড়া বহুতলের নীচে আটকে আছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এই বহুতল ধসে পড়লো কিভাবে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গতকাল দিল্লির মিঠাইপুল এলাকার সর্দার বাজারে একই কায়দায় তিনটি দোকান সমেত বাড়ি ভেঙে পড়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, মেট্রোর কাজ চলার জেরে ওই দোকান এবং বাড়িগুলির ভিত নড়ে যায়। আর তাসের ঘরের মতো সব ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় এক জন ব্যক্তির মৃত্যুর হয়। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিহতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে।
Sponsored Ads
Display Your Ads Here