অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ১ কোটি ৪৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ প্রয়াত তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী রজপাল সিংহের পিএ ধীরাজ সরকারকে গ্রেফতার করেন। আর আজ বারাসাত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বাগুইআটির বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, “ধীরাজ সরকার তার কাছ থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে বাড়ি বিক্রির নামে ধাপে ধাপে ১ কোটি ৪৭ লক্ষ টাকা নেয়। এমনকি সরকারী টেন্ডার পাইয়ে দেওয়ার নামেও প্রতারণা করেন। আর পরে বাড়ি না পেয়ে টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে।”
পরবর্তীতে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন। আর এদিন ভোর রাতেরবেলা ধীরাজ সরকারকে অশ্বিনী নগর ফয়রাভবনের বাড়ি থেকে গ্রেফতার করেন। পাশাপাশি এদিন বারাসাত আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here