নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায় এক আদিবাসী তরুণী জমিতে ধান রুইতে গিয়ে নিগৃহীতা হয়। তরুণীর বয়স ৩২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী গ্রামের অন্যান্য দুই মহিলার সাথে গ্রাম লাগোয়া জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিল। দুপুরবেলা অন্য দুই মহিলা বাড়ি চলে এলেও ওই তরুণী জমিতে একাই ধান রোয়ার কাজ করছিল। এরপর সেখানে তিন জন স্থানীয় যুবক আসে। এদের মধ্যে একজন আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তখন বাকি দু’জন যুবক পাশে দাঁড়িয়ে। এরপর ওই তরুণী কোনোমতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা খুলে বলে। তখন ওই তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর তার পরিবারের সদস্যরা বিষ্ণুপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে রাতেরবেলাই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেন। আর আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here