নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় খোদ ট্র্যাফিক পুলিশের ওসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম রাজ কুমার কর্মকার। রাজকুমারবাবু জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন। এই দুর্ঘটনার কথা এলাকায় চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই প্রচুর মানুষের জমায়েত হয়।
সাগরদিঘী থানার পুলিশ ঘটনার খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আর তড়িঘড়ি ওই পুলিশ কর্মীকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে তা পুলিশের তরফে ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, রাজকুমারবাবুর মৃত্যুতে তার পরিবারেও শোকের ছায়া নেমে আসে।