চয়ন রায়ঃ কলকাতাঃ ‘‘চিহ্নিত অযোগ্যরা নিয়োগে সুযোগ না পেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে,’’ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) আদালতে এই কথাই বলেছিল। আর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু শেষমেশ স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের কোনো যুক্তিই খাটলো না। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানায় যে, ‘‘চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন না।’’
হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল, ‘‘চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না।’’ এরপরই স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার ওই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায়। গতকাল সেই মামলার শুনানি ছিল। এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল। এই রায়ে ফের একবার রাজ্য সরকার ধাক্কা খেল।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে জানান, “দুর্নীতিবাজদের পাশে দাঁড়িয়ে রাজ্যের যে আবেদন, ডিভিশন বেঞ্চ তা গ্রহণ করেনি। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে, তাই ডিভিশন বেঞ্চেও রাজ্য হেরে গিয়েছে।” প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়ে জোর সওয়াল করেছিল। মূল বক্তব্য ছিল, “সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্যদের নিয়ে সুস্পষ্টভাবে কিছু করা হয়নি। তাই তাদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে অপূরণীয় ক্ষতি হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
আর স্কুল সার্ভিস কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবী করেন যে, “এক্ষেত্রে সুযোগ না দেওয়া হলে অযোগ্যদের মৌলিক অধিকার খর্ব করা হবে। যখন সুপ্রিম কোর্ট একবার বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, তখন আবার পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হলে, একই অপরাধে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে।’’