নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার কোতলপুরের আশাকর্মীরা মাসিক ভাতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে কাজের বাড়তি বোঝা হ্রাসের দাবী সহ বিভিন্ন পেশাগত দাবীকে সামনে রেখে ধর্মঘটে সামিল হন। এমনকি নিজেদের কাজ বন্ধ রেখে এদিন আশাকর্মীরা মিছিল এবং গোগড়া গ্রামীণ হাসপাতালেও বিক্ষোভও দেখান।
আন্দোলনকারী আশাকর্মীদের দাবী, “মাসিক ভাতা বৃদ্ধির দাবীতে বারবার আন্দোলন করলেও রাজ্য সরকার শোনেনি। দীর্ঘ চার মাস ধরে রাজ্যের আশাকর্মীদের ইনসেনটিভ বকেয়া পড়ে রয়েছে। মোবাইল বিল সহ অন্যান্য অর্থও বকেয়া রয়েছে। এই অবস্থাতে কোনোক্রমে পরিস্থিতি সামাল দিয়ে প্রসূতি ও শিশু মৃত্যু রোধে লাগাতার কাজ করছেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে এলাকার বয়স্কদের শারীরিক অবস্থার দিকে নজর রাখার মতো বাড়তি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর এই অতিরিক্ত কাজের চাপে বহু আশাকর্মী শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এমতাবস্থায় অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেনটিভ, মোবাইল বিল প্রদান সহ অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবীকে সামনে রেখে এই ব্লকের আশাকর্মীরা দিনভর নিজেদের কাজ বন্ধ রেখে ধর্মঘটে সামিল হন। মূলত, তারা নিজেদের দাবীগুলি স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here