নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পাইলটের মৃত্যু হয়েছে। আর দু’জন আহত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্রের খবর, এদিন দুপুরবেলা হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। এরপর সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন দেখামাত্র বাসিন্দারা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন একটি যুদ্ধ বিমান একেবারে জ্বলে গিয়েছে। এই ধ্বংসাবশেষের মধ্যেই পাইলটের মৃতদেহ মিলেছে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর সেনাবাহিনীও এসে পৌঁছেছে। কিন্তু বিমানটি ভেঙে পড়েছে কিভাবে তা জানা যায়নি। তবে যথাযথ তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে, নিহত পাইলটের পরিচয় জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে গুজরাতের জামনগর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়েছিল। এর আগে হরিয়ানার পঞ্চকুলায় প্রশিক্ষণের সময় জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। যদিও সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here