নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ কাজের টোপ দিয়ে নাবালকদের ওড়িশা পাচারের চেষ্টার অভিযোগ উঠলো দু’জন যুবকের বিরুদ্ধে। কিন্তু রেল পুলিশের সহায়তায় হাওড়ার শালিমার স্টেশন থেকে পাচারের আগেই ছ’জন নাবালক উদ্ধার হয়েছে। আর ওই দুই পাচারকারী গ্রেফতার হয়েছে। অভিযুক্তরা হলো বিহারের বাসিন্দা ২০ বছর বয়সী বাবুল কুমার ও ২১ বছর বয়সী নীতিশ কুমার।
জানা যাচ্ছে, বাবলু এবং নীতিশ বিহারের আরারিয়া জেলার আট জন নাবালককে পাচার করতে শালিমার স্টেশনে নিয়ে আসে। এরপর ধৌলি এক্সপ্রেস ধরে ওড়িশার জাজপুরে যাওয়ার কথা ছিল। তবে এক নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ আধিকারিকদের সন্দেহ হওয়ায় তারাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
তারপর জিজ্ঞাসাবাদের সময় বাবলু ও নীতিশ আরপিএফ আধিকারিকদের জানায়, “বারো হাজার টাকা মাসিক বেতনে জাজপুরের কেয়নঝরে ছেলেগুলিকে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।” কিন্তু ওই নাবালকগুলিদের আদতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছুই জানত না।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে আরপিএফের অনুমান, নাবালকদের পাচারের উদ্দেশ্যে ওড়িশায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের থেকে সাতটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে। আরপিএফ বাবলু এবং নীতিশকে শালিমার জিআরপির হাতে তুলে দেন। আর তাদের বিরুদ্ধে পাচার এবং শিশু সুরক্ষা আইনে মামলা শুরু করেছেন। পাশাপাশি নাবালকদের নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে।