নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সেবকে ধসের জেরে শিলিগুড়ি-কালিম্পং সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। গতকাল সেবকের বাঘপুলের কাছে ধস নেমে একটি যাত্রীবাহী গাড়ির উপর পড়ে। কালিম্পং থেকে শিলিগুড়িগামী গাড়িটি ধসের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা যাত্রী ও চালক কোনোমতে গাড়ি থেকে নেমে রক্ষা পান। স্থানীয়রা দ্রুত সেবক ফারি থানায় খবর দেন। পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।
ধসের জেরে আপাতত শিলিগুড়ি থেকে সিকিমগামী লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। প্রবল বৃষ্টির ফলে ধসের আশঙ্কা আগেই ছিল। ইতিমধ্যে ধস সরানোর কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে।