নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ চরম নৃশংসতা। চলন্ত ট্রেনে ৩৫ বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণ করে অভিযুক্তরা ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর ওই যুবতী পাশের ট্র্যাকে গিয়ে পড়তেই ওই সময় একটি ট্রেন চলে আসে, আর তার একটি পা ট্রেনে কাটা পড়ে। এই ভয়াবহ ঘটনাটি হরিয়ানার পানিপথে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ শে জুন ওই যুবতী বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। ২৬ শে জুন ওই যুবতীর স্বামী নিখোঁজ ডায়েরী করেন। আর ২৫ শে জুনের রাতে তাকে সোনিপাত জিআরপি রক্তাক্ত অবস্থায় রেললাইন থেকে উদ্ধার করে সোনিপত সিভিল হাসপাতালে ভর্তি করেন। পরে রোহতকের পিজিআইএমএসে স্থানান্তরিত করা হলে, গত ৪ জুলাই সেখানে এক মহিলা চিকিৎসককে গণধর্ষণের কথা জানান।
আর তিন-চার জন যুবকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ইতিমধ্যেই নির্যাতিতা যুবতীর বয়ান রেকর্ড করা হয়েছে। আর বয়ানের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here