অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে নরেন্দ্রপুর থানার অর্ন্তগত নোনা জয়কৃষ্ণপুরে রাস্তার পাশে ঝোপের ধার থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তি হলো বিষ্ণুপুর থানার বাসিন্দা তথা তৃণমূলের কর্মী সন্দীপ নাড়ু। পেশায় গাড়ি চালালেও প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত। এই ঘটনায় রাজনৈতিক সংঘর্ষ নাকি প্রোমোটিংয়ের ব্যবসা নিয়ে রেষারেষি তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সন্দীপ একটি জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন। ফলে খুনের নেপথ্যে সেই বিবাদ রয়েছে কিনা, এখন তা প্রশ্নের মুখে। কিন্তু রাজনীতির চাপানউতোরও বাদ দেওয়া যাচ্ছে না। কারণ সে এলাকার পরিচিত এক জন তৃণমূল কর্মী ছিলেন। তবে সন্দীপের পরিবার সরাসরি খুনের অভিযোগ জানালেও, এখনো অবধি কারোর নাম উল্লেখ করেননি।
এদিকে, এলাকাবাসীদের একাংশের দাবী, “এই খুন নিছক কোনো ব্যক্তি-সংক্রান্ত নয়। এর সাথে বৃহত্তর কোনো ষড়যন্ত্র জড়িয়ে থাকতে পারে।” ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছেন। সন্দীপের দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোথাও খুন করে মৃতদেহ এনে নির্জন ঝোপের ধারে ফেলে রাখা হয়েছে। আপাতত মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনই পুলিশ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। তদন্তকারীরা সন্দীপের রাজনৈতিক পরিচিতি ও ব্যবসায়িক লেনদেন উভয় দিকই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর তার পরিবার এবং প্রতিবেশীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারীর দাবী জানাচ্ছেন।