নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ আবার দার্জিলিংয়ের রংটংয়ে টয় ট্রেন লাইনচ্যুত হলো। অতএব, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে টয় ট্রেন। এই নিয়ে চলতি সপ্তাহে দু’বার দার্জিলিংয়ে এমন দুর্ঘটনা ঘটলো। আজ পর্যটক সহ টয় ট্রেনটি শিলিগুড়ির এনজেপি স্টেশনের লোকশেড থেকে দার্জিলি য়ের দিকে যাচ্ছিল। কিন্তু শুকনা হয়ে দার্জিলিং যাবার পথে ৫৫ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রংটংয়ের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে।
রেলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত টয় ট্রেনটিকে লাইনে তুলে আবার যাত্রা শুরু করা হয়। তবে পর পর এমন ঘটনার পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আর একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছে। আপাতত রেলের উচ্চ আধিকারিকরা দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন। এদিকে, গতকাল টয় ট্রেনের ১৪৪তম জন্মদিন পালিত হয়েছে। সেদিনও একটি টয় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
দার্জিলিং হিমালয়ান রেল সূত্রে খবর, একটি লরি বেপরোয়া গতিতে চলছিল। এরপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডওয়ালে ধাক্কা মারতেই তার খণ্ডাংশ টয় ট্রেনের লাইনে গিয়ে পড়ে। আর ঠিক ওই সময় ওই লাইন দিয়ে পর্যটক বোঝাই একটি টয় ট্রেন দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল। যদিও চালকের তৎপরতায় অল্পের জন্য সকলে রক্ষা পান। আর লাইনের উপর গার্ডওয়াল ভেঙে পড়ে থাকায় চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ভাঙা গার্ডওয়ালটি লাইনের উপর থেকে সরানো হয়। প্রায় আধ ঘণ্টা পর আবার টয় ট্রেনটি যাত্রা শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here