অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চাঞ্চল্যকর ঘটনার পরে কসবার ল’ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছিল। কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। তবে আশার কথা কলেজ খুলছে অবশেষে। পঠনপাঠনও শুরু হবে। সোমবার থেকেই খুলবে কলেজের দরজা। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে।
ঘটনার পর থেকে একদিন কলেজ বন্ধ ছিল। আর এর জন্য জন্য পুলিশের তদন্তকেই কারণ হিসেবে সামনে আনে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে সে কথা জানিয়েও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বলা হয় তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। তবে ইউনিয়ন রুম বন্ধ রেখে সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। নির্দেশ আলিপুর আদালতের।
পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও পঠন-পাঠন চালু করা হবে। প্রসঙ্গত বুধবারই কলেজ বন্ধ ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। তবে কলেজ খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউনিয়ন রুম। অন্যদিকে কসবা ল কলেজের ঘটনার তদন্তে থ্রি ডাইমেনশনাল স্ক্যানার দিয়ে করা হচ্ছে থ্রি ডি ম্যাপিং৷ গোটা কলেজ বিল্ডিং কলেজের প্লেস অফ অকারেন্স, অর্থাৎ নিরাপত্তারক্ষীর ঘর, ছাত্র ইউনিয়ন রুমের ত্রিমাত্রিক ছবি তোলা হয়৷ ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমে সৃষ্টি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷
Sponsored Ads
Display Your Ads Here
শুক্রবার সকালে কসবা কাণ্ডে অভিযুক্তদের কলেজে নিয়ে যাওয়া হয় কলেজে৷ গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বিষয়ের পুনর্নির্মাণ চলে৷ তিন অভিযুক্তের পাশাপাশি কলেজের ধৃত নিরাপত্তা রক্ষীকেও নিয়ে পুনঃনির্মাণের জন্য এদিন নিয়ে যাওয়া হয় কলেজে৷ ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর।