চয়ন রায়ঃ কলকাতাঃ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা কর্মসূচী সবেমাত্র শুরু হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ হাতে তখনও শংসাপত্র তুলে দেননি। ঠিক তখনই ভরা মঞ্চেই উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিজেপি সূত্রে খবর, শমীক ভট্টাচার্যের সংবর্ধনা কর্মসূচী শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাটি ঘটে। ওই সময় দলের উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ মঞ্চেই হৃদ্রোগে আক্রান্ত হন। এরপরই তমোঘ্ন ঘোষকে দলীয় নেতা-কর্মীরা অমিতাভ চক্রবর্তীর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তমোঘ্ন ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, এদিন সায়েন্স সিটিতে নব নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সংবর্ধনা কর্মসূচীর আয়োজনে তমোঘ্ন ঘোষের ভূমিকা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
