নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বিপাকে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্র বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙায় ঢুকতেই সিদ্দিকুল্লা চৌধুরীকে কালো পতাকা দেখানো হলো। আবার গোব্যাক শ্লোগানও উঠলো। মন্ত্রীকে দলেরই লোকজন “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ” বলে আখ্যায়িত করলেন।
এদিন সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখে গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসেন। আর তুমুল চিৎকার শুরু করেন। সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ, “তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হিলনে পুলিশের সামনে গুণ্ডাবাহিনী কালো পতাকা দেখায়। এমনকি তেড়েও আসে। যে সময় ঘটনা ঘটেছে, সেই সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত। কিন্তু তা করেনি।”
এদিকে, রফিকুল ইসলাম শেখ জানান, “আমাদের এখানে তোলাবাজ-ধান্দাবাজ-চিটিংবাজ মন্ত্রী আছেন। উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর হল, আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল-গমের প্রয়োজন হয় না। কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে। কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সাথে নিয়ে পরিযায়ী শ্রমিকের মতো এখানে এসেছেন। চার বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবেও ওঁকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি।”
Sponsored Ads
Display Your Ads Here