নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ কসবাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজে এক মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠলো এক ইন্টার্নের বিরুদ্ধে। গতকাল ওই মহিলা জুনিয়র চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন। এই ঘটনায় আবারও রাজ্যের সরকারী প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে।
বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি কলেজের জেন্ডার হ্যারাসমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার এই সংক্রান্ত বিষয় নিয়ে জরুরী ভিত্তিতে একটি বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত হবে।” তবে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গোটা ঘটনা অস্বীকার করে বলেন, “কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তাই অপপ্রচার করার জন্য এই অভিযোগ করা হচ্ছে। আমাকে হেনস্থা করার জন্য এটা হচ্ছে।”
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়ে ওঠে। কিন্তু ওই ঘটনার এক বছর কাটতে না কাটতেই কসবার এক ল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই ওই ঘটনায় চার জন গ্রেফতার হয়েছেন। আর এবার বর্ধমান মেডিকেল কলেজে নিগ্রহের অভিযোগ উঠলো।
Sponsored Ads
Display Your Ads Here