নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ এনজেপি থেকে তিনধারিয়া যাওয়ার পথে যাত্রীবাহী হেরিটেজ ‘টয় ট্রেন’ থমকে গেল। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনে থাকা ৩৫ জন যাত্রীকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। আর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, এদিন টয় ট্রেনটি এনজেপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়া যাচ্ছিল। তখন শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেলস্টেশন থেকে দু’কিলোমিটার দূরে হঠাৎ একটি কামরার চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েক জন বিদেশী পর্যটক ছিলেন। এদিকে, ট্রেনটি লাইনচ্যুত হতেই কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
খবর পাওয়ামাত্র শিলিগুড়ি জংশন থেকে ‘রিলিভার রেসকিউ টিম’ গিয়ে কামরার চাকা ফের লাইনে তুলে দেয়। শিলিগুড়ির অদূরে দুর্ঘটনাটি হওয়ায় অল্প সময়ের মধ্যে ডিএইচআর কর্তৃপক্ষ টয় ট্রেনটিকে আবার লাইনে তুলতে সক্ষম হন। কিন্তু আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী এই প্রসঙ্গে দাবী করেন, ‘‘পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। সবই ঠিক আছে। তবে লাইনচ্যুত হলো কিভাবে? তার রিপোর্ট দেখা হবে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here