অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সরস্বতী পুজোকে ঘিরে যোগেশচন্দ্র ল কলেজে বিতর্ক কিছু কম হয়নি। বিতর্কের রেশ কলকাতা হাইকোর্ট অবধি গড়ায়। এবার কসবার ল কলেজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগেশচন্দ্র ল কলেজ সিদ্ধান্ত নিয়েছে যে, পাশ করে যাওয়া ছাত্র-ছাত্রীরা পাঁচ বছর কলেজে ঢুকতে পারবেন না।
যোগেশ চন্দ্র ল কলেজের তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, “পড়ুয়ারা পাশ করার পাঁচ বছরের মধ্যে কেউ কলেজে ঢুকতে পারবে না। যদি না কেউ সংশ্লিষ্ট ওই ছাত্রকে আমন্ত্রণ করে কলেজে ডেকে আনে।” আর এই নির্দেশিকাকে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিটি ছাত্র-ছাত্রীই স্বাগত জানিয়েছে। এখন প্রশ্ন অন্য কলেজেও এই নিয়ম জারি হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজে পড়াশোনা করেছেন বলেই কি কলেজের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
তবে যোগেশচন্দ্র ল কলেজের শিক্ষাবিদদের একাংশের কথায়, “কলেজে সরস্বতী পুজো কোথায় হবে তা নিয়েও বিস্তর বিতর্ক তৈরী হয়। সেখানেও বহিরাগত তত্ত্ব উঠে আসে। এরপর কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা গোটা শিক্ষামহলকে কার্যত নাড়িয়ে দিয়েছে। যা নিয়ে রাজ্যময় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সেই কারণে আগে ভাগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here