নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ মাসের প্রথমেই সুখবর। আবারও রান্নার গ্যাসের দাম কমলো। এবার কেন্দ্রের তরফে এক ধাক্কায় ৫৮ টাকা ছাঁটাই করা হয়েছে। তবে এই ঘোষণায় রান্না ঘরের খরচ কমবে না। যা আছে, তাই থাকবে। অতএব মধ্যবিত্তদের হেঁশেল তপ্তই থাকছে।
জানা গেছে, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বাণিজ্যিক বা রেস্তোরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দিয়েছে। আর কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক উনিশ কেজির বাণিজ্যিক গ্যাসে মোট ৫৮.৫০ টাকা ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ফলে আগে দিল্লিতে যেখানে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি ১ হাজার ৭২৩ টাকা দর ছিল। এখন তা কমে ১ হাজার ৬৬৫ টাকায় নেমে এসেছে।
গতকাল অবধি কলকাতাতে ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৮০২ টাকা ছিল। যা এবার ছাঁটাই পর ১ হাজার ৭৪৪ টাকায় এসে দাঁড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক মোট তিন বার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমিয়েছে। এপ্রিল মাসে ৪১ টাকা কমেছিল। জুন মাসে ২৪ টাকা কমেছিল। আর ফেব্রুয়ারী মাসে সাত টাকা দাম কমানোর পর মার্চ মাসেই আবার ছ’টাকা দর বেড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, দেশে নব্বই শতাংশ এলপিজি বা রান্নার গ্যাস ব্যবহারকারী বাড়ির জন্য গ্যাস সিলিন্ডার কিনে থাকেন। আর দশ শতাংশ ব্যবহারকারী বাণিজ্যিক কাজে গ্যাস সিলিন্ডার কেনেন। সেখানে এই নিয়ে তিন দফায় বাণিজ্যিক স্তরে গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।