নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আকাশে মেঘ নেই। ঝকঝকে রোদ ঝলমলে আকাশ। কিন্তু এরই মধ্যে আজ আচমকা হুগলীতে বজ্রপাতের জেরে মাঠের মাঝে কাজ করার সময় ১ জন মহিলার মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম শেফালী সাঁতরা। বয়স ৪৬ বছর। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শেফালীদেবী মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। এরপর হঠাৎ করেই তার গায়ে বাজ পড়ে দাউ দাউ আগুনে জ্বলে ওঠে। আর সারা শরীর ঝলসে যায়। তারপর আশেপাশের সকলে দ্রুত ছুটে এসে আগুন নেভান। পুলিশও খবর পেয়েই ঘটনাস্থলে এসে গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
তবে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এদিনের হঠাৎ করে বজ্রপাতের ঘটনায় এলাকাবাসীরাও রীতিমতো হতবাক হয়ে পড়েছেন। স্থানীয় এক জন বাসিন্দার কথায়, “মাঠে সকলে কাজ করছিলেন। অনেকে দূরে দূরে ছিলেন। জানি না বাজ পড়ল কখন। আর পড়ল তো পড়ল ওঁর গায়ে গিয়ে।”
Sponsored Ads
Display Your Ads Here