মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার খড়দহ থানা এলাকার এক জন মহিলা প্রেমিকের সাথে পরামর্শ করে স্বামীকে খুন করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়তেই ওই মহিলা প্রেমিকের সাথে চম্পট দেয়।
জানা গিয়েছে, ওই মহিলা অন্য যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছে জানতে পেরেই স্বামী সেন্টু দাসের সাথে অশান্তি শুরু হয়। এরপর সেন্টুকে খুনের ফন্দি করেছিল। ফলে প্রেমিকের সাহায্যে তাকে বেশীমাত্রায় নেশার দ্রব্য খাইয়ে দেয়। তারপর অচেতন হয়ে পড়তেই সেন্টুকে ব্যাপক মারধর করা হয়। তবে তখনই সেন্টুর জ্ঞান ফিরে আসায় চিৎকার শুরু করতেই তার স্ত্রী ও প্রেমিক ভয় পেয়ে সেন্টুকে ওই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর আশেপাশের সকলে ছুটে এসে সেন্টুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি এলাকাবাসীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, খড়দহ থানার পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান। আর সমস্ত অভিযোগ শোনার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here