গরম পড়তেই জলকষ্টে ভুগতে থাকে বাঁকুড়াবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়া শহর লাগোয়া বাঁকুড়া দুই নম্বর ব্লকের বাঁকি গ্রাম সারাবছরই তীব্র জলকষ্টে ভোগে। গরম পড়তেই গ্রামে জলের জন্য হাহাকার শুরু হয়ে যায়। পার্শ্ববর্তী নদী দিয়ে বয়ে যাওয়া নোংরা জল ও প্রশাসনের তরফে পাঠানো ছোটো একটি ট্যাঙ্কারের জলে গ্রামের প্রায় তিনশো পরিবার কোনোভাবে কাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামে জলসঙ্কট কোনো নতুন ঘটনা নয়। গ্রামে বাড়ি বাড়ি নলকূপ থাকা সত্ত্বেও নলকূপের জল এতটাই দূষিত যে তা দিয়ে পানীয় জলের চাহিদা পূরণ করা তো দূরের কথা স্নান, কাপড় কাচা, বাসন ধোয়া সহ দৈনন্দিন কোনো কাজই প্রায় হয় না। গ্রামে বাড়ি বাড়ি পাইপ লাইন সংযোগ দেওয়া হয়েছে। কলও বসানো হয়েছে।

বছর দু’য়েক আগে পাইপ লাইন বসানোর পর মাস খানেক ওই কল দিয়ে জল পড়েছিল। কিন্তু তারপর থেকে দু’বছরে সেই কলগুলি দিয়ে এক ফোঁটা জলও পড়েনি। গ্রামে সেভাবে পুকুরও নেই। পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদী দিয়ে বর্ষায় জল বয়ে গেলেও বাকি সময় শহরের বর্জ্য নোংরা জল বয়ে যায়। ফলে গ্রামবাসীরা বাধ্য হয়ে সেই জলেই স্নান, কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা সহ গৃহস্থালীর বিভিন্ন কাজ করেন।


গ্রামবাসীদের দাবী, “নোংরা জল ব্যবহারের ফলে সারা বছর ত্বকের সমস্যা সহ বিভিন্ন ধরনের অসুখে ভুগতে হয়। বারবার বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়। একাধিকবার আন্দোলনও চলে। শেষ অবধি চাপে পড়ে প্রশাসনের তরফে গ্রামে ট্যাঙ্কে করে জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তবে গরমের মধ্যে দূর থেকে জল আনতে খুবই কষ্ট হয়। বহুবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930