চয়ন রায়ঃ কলকাতাঃ চাকরীহারাদের বিক্ষোভে পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। চাকরীহারারা সরকারী দপ্তরের গেট ভেঙে একেবারে মাটিতে মিশিয়ে ভিতরে ঢুকে যান। এই পরিস্থিতিতে বিধাননগর পৌরনিগমের মেয়র সব্যসাচী দত্ত আচমকা ভিতরে ঢুকতেই সকলে ঘিরে ধরেন। তাঁকে ধরে রীতিমতো টানাটানি চলতে থাকে। নিরাপত্তারক্ষীরাও প্রথমে আয়ত্তে আনতে পারছিলেন না। তবে কোনোক্রমে ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে আনেন।
এদিকে, চাকরীহারাদের ভিতর থেকে ‘চাকরী চোর’ বলে শ্লোগান ওঠে। আর সব্যসাচী দত্ত গাড়ি অবধি পৌঁছাতেই বিক্ষোভকারীরা রীতিমতো গাড়ির সামনে শুয়ে পড়েন। সব্যসাচী দত্ত এই প্রসঙ্গে জানান, “আমি আমার নিজের কাজে এসেছিলাম। ওরা ওদের আবেগে করছে। মুখ্য়মন্ত্রী রিভিউ পিটিশন করেছেন। ওদের ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা জানেও না বিক্ষোভ দেখাবে কাকে? চোর শ্লোগান দিচ্ছে কাকে ওরাই জানে।”
আর চাকরীহারাদের তরফ থেকে বলা হয়, “আমরা যদি চুরি করে থাকি, তাহলে আমাদের গুলি চালিয়ে দিক।” অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যে সব্যসাচী দত্তর অনুগামীরা এলাকায় পৌঁছাতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অনুগামীরা হঠাৎ করে হেলমেট দিয়ে মারধর করতে থাকেন। সাংবাদিকদের ছবি তুলতে, খবর করতে বাধা দেন বলেও অভিযোগ ওঠে। এরপর তিনি অনুগামীদের দেখে নিজেই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরাতে থাকেন। এমনকি সাংবাদিকের ‘তুই-তোকারি’ করার সাথে সাথে গায়ে হাত দেন।
Sponsored Ads
Display Your Ads Here