মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনাঃ আজ ডাউন বনগাঁ লোকাল দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে যায়। আর ব্যস্ত সময়ে এই বিপত্তি ঘটায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রেনটি সকাল ১০টা ২৮ মিনিটে বনগাঁ ছেড়েছিল। বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। এরপরই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। ফলে ডাউন হাসনাবাদ লোকাল দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে থাকে। আর ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে ও পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে পড়ে। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার কাজ করা হয়। কিন্তু দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে।
ফলে ডাউন লাইনে পরিষেবা কার্যত ব্যাহতই হয়েছে। এদিকে, ডাউন বনগাঁ-ক্যানিং লোকাল বাতিল হয়েছে। এর প্রভাব আপ লাইনেও পড়েছে। আপ ক্যানিং-বারাসাত বাতিল করা হয়েছে। অতএব, আপ এবং ডাউন দুই লাইনে ট্রেন দেরীতে চলছে। আর আপ মাঝেরহাট-বারাসত লোকাল পার্ক সার্কাস হয়ে বারাসাত পৌঁছোবে।
Sponsored Ads
Display Your Ads Here