নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতের বিদেশ সচীব বিক্রম মিস্রি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে বসেন। আর এই বৈঠক থেকেই কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের একের পর এক মিথ্যাচার প্রকাশ্যে আনলেন।
সোফিয়া কুরেশি বৈঠকে জানান, ‘‘পাকিস্তান দাবী করেছে, ওরা ওদের JF-17-এর মাধ্যমে আমাদের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষয়-ক্ষতি চালিয়েছে। কিন্তু গোটা তথ্যটাই আসলে ভুয়ো। এছাড়া, ওরা আমাদের অ্যামুনেশন ডাম্প, যা চণ্ডীগড়ে রয়েছে সেটাকেও ধ্বংস করে দিয়েছে বলে দাবী করেছিল। তবে এই দাবীও অসত্য। এমনকি, কোথায় কোথায় ভারতের বিমানঘাঁটি রয়েছে, সেই নিয়েও পাকিস্তান মিথ্যাচার চালাচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল বিক্রম মিস্রি সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক হিংসা’ তৈরীর চেষ্টা চালানোর অভিযোগ তুলেছিলেন। আর এদিন কর্নেল কুরেশির মুখে শোনা গেল যে, ‘‘পাকিস্তান ভারতীয় সেনার বিরুদ্ধে মসজিদে হামলা চালানোর অভিযোগ তুলেছে। কিন্তু আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, ভারত সম্পূর্ণ ভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর এই দেশের সেনা সেই সংবিধানেরই একটা প্রতিবিম্ব।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া এও বলেন, ‘‘আকাশ হোক বা স্থল পথ, ভারতীয় সেনা পাকিস্তানকে এই কয়েক দিনেই নাজেহাল করে তুলেছে। তাদের একাধিক সেনা বিমানঘাঁটিতে ক্ষয়-ক্ষতি চালিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় থাকা পাকিস্তানি সেনার যে ঘাঁটি ছিল, তাও একেবার শেষ করা হয়েছে। সব শেষে আমি এটাই বলব, ভারতীয় সেনা সম্পূর্ণ ভাবে তৈরী এবং দেশের অখণ্ডতাকে রক্ষায় সর্বদা এগিয়ে রয়েছে।’’ উল্লেখ্য যে, গত দু’দিনে ভারত পাকিস্তানকে যে নাজেহাল করে তুলেছে। সেই কথাটাও সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here