Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের। এবার ভারতীয় বিএসএফের হাতে পাক রেঞ্জার পাকড়াও। আজ ভারতীয় সীমান্তরক্ষীরা পাকিস্তানের জওয়ানকে রাজস্থানের ফোর্ট আব্বাসে তুলে নিয়ে গিয়েছে।

বিএসএফ সূত্রে খবর, পাক রেঞ্জার সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে। এমনকি এমন কাণ্ড ঘটিয়েও ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে। তখনই তাকে ভারতীয় জওয়ানরা আটক করে নেন। এরপরই পাক জওয়ানকে ছাড়াতে তড়িঘড়ি পাক রেঞ্জার্সরা ছুটে আসে। এদিনই সীমান্তরক্ষীদের সাথে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানে পাক রেঞ্জার্সরা পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবী তোলেন। কিন্তু আপাতত ওই জওয়ানের মুক্তি হয়নি।

প্রসঙ্গত, প্রায় সাত দিন আগে একই ভাবে পাকিস্তান বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে। ওই সময় পূর্ণম সাউ ভুলবশত প্রতিবেশী দেশের সীমানায় ঢুকে পড়ায় পাক রেঞ্জার্সদের হাতে আটক হয়েছেন। ফ্ল্যাগ মিটিং হলেও এখনো আটক রয়েছেন। যার জেরে ওই জওয়ানের বাড়িতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরী হয়েছে।