মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল সন্ধ্যা থেকেই জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টি। কোথাও ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ছিঁড়ে গেল ওভারহেডের তার। থমকে গেল ট্রেন। কোথাও আবার বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নামল অন্ধকার।
বারাসতের ইন্দিরা কলোনিতে একটি ঘরের উপর গাছ উপড়ে পরে। ঘরের মধ্যে শুয়ে ছিলেন বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী। তিনি গাছের নিচে চাপা পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে আর বাঁচানো যায়নি। জানা গেছে, এদিন ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী ঝড়ের সময় ঘরের মধ্যে শুয়ে ছিলেন। স্থানীয় মানুষ তাকে গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বৃষ্টির দাপট দেখা যায় হাওড়ার বালি,বেলুড়, সালকিয়া, শিবপুর, রামরাজাতলা, লিলুয়া এবং ঘুসুড়িতেও।