অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে অবস্থিত একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসছে। এরই মধ্যে এক জন কর্মী প্রাণ বাঁচাতে হোটেলের জানলা দিয়েই ঝাঁপ দিলেন। তবে শেষ রক্ষা হয়নি। মৃতের নাম আনন্দ পাসোয়ান। আর সঞ্জয় দাস নামে এক জন আহত হয়েছেন।
জানা গিয়েছে, এদিন অতিথি ভরা হোটেলে আগুন লাগতেই আনন্দ পাসোয়ান আতঙ্কে উপর থেকে ঝাঁপ দেন। এর জেরে তার মৃত্যু হয়েছে। এছাড়া সঞ্জয় দাস আহত হয়েছেন। আবার প্রাণ বাঁচাতে দু’জন ব্যক্তি জানলার কার্নিশে উঠে গিয়েছেন। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আর পুলিশও এসে হাজির হয়। সেই সাথে নীচ থেকে মাইকিং করে বলা হচ্ছে, ‘‘কেউ ঝাঁপ দেবেন না। মই নিয়ে আসা হচ্ছে।’’
এদিকে, হোটের ছ’তলার বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ায় যারা ছাদের উপরেও আটকে রয়েছেন ইতিমধ্যে তাদের মই দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছে। অনেককে নামিয়েও আনা সম্ভব হয়েছে। পাশাপাশি গ্যাস কাটার দিয়ে গ্রিল কাটা হচ্ছে। অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম ও শশী পাঁজা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সাথে সিপিও এসে উপস্থিত হয়েছেন।