Reading Mode

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৭ ই মে দুপুর ১২টা ৩০ মিনিটে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুরবেলা ২টো থেকে পরীক্ষার্থীরা সংসদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবে। আর ৮ ই মে মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যায়, https://resuh.wb.gov.in ও https://results.digilocker.gov.in- এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিলেই ফল জানতে পারবে। গত ৩ রা মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ১৮ ই মার্চ অবধি চলেছিল। অতএব, পরীক্ষার ৪৯ দিন পর ফলপ্রকাশ হতে চলেছে। ২০২৪ সালে সাত লক্ষ নব্বই হাজার জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। সেখানে ২০২৫ সালে পাঁচ লক্ষ ন’হাজার জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। যা তুলনায় অনেকটাই কম।

তবে এবার ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশী ছিল। উল্লেখ্য যে, আগামী ২ রা মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, “মাধ্যমিকের ফল প্রকাশের দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে। বাস্তবে দেখা গেল, তার আগেই ফলাফল প্রকাশিত হচ্ছে।”