Indian Prime Time
True News only ....

মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণ ফেরালেও শুভেন্দুর দেওয়া আর্থিক সাহায্য গ্রহণ করলেন মুর্শিদাবাদে নিহত পিতা-পুত্রের পরিবার

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন। এমনকি নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণও তুলে দিলেন। পাশাপাশি চাকরীরও আশ্বাস দিয়ে এলেন।

প্রসঙ্গত, অতি সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল। জেলার সুতি, ধুলিয়ান, জাফরাবাদ সহ বেশ কিছু এলাকা রাতারাতি অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। পাঁচশোর অধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছিল। আর শুক্রবার শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই এদিন হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে এলাকাগুলি পরিদর্শনে যান। সেখানে যেতেই ফের একবার এনআইএর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) তদন্তের দাবী তোলেন।

হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি, ওই সময় জাফরাবাদে নিহত পিতা-পুত্র অর্থাৎ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর তাদের দুই স্ত্রীয়ের হাতে দশ লক্ষ এক হাজার করে মোট কুড়ি লক্ষ দু’হাজার টাকার চেক তুলে দেন। পাশাপাশি, তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। তবে চলতি মাসের মাঝামাঝি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন।

কিন্তু ওই পরিবার সেই আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার বিরোধী দলনেতা সাহায্যের হাত বাড়াতেই তা গ্রহণ করেন। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, ‘‘আমি কৃতজ্ঞ যে তারা মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখান করেছে। বিরোধী দলনেতার সাহায্য গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী দশ লক্ষ দেবে বলেছিলেন। আমি দশ লক্ষ এক হাজার টাকা করে দিয়েছি। চন্দনের স্ত্রীর দায়িত্ব নেব। বাচ্চাগুলোকে পড়াবো। বিএসএফ থাকবে। হিন্দুদের পালাতে হবে না।’’

Get real time updates directly on you device, subscribe now.