নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ প্রবল বৃষ্টির ফলে উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হল। আজ থেকে প্রশাসন পর্যটকদের জন্য নতুন করে আর উত্তর সিকিমে যাওয়ার অনুমতি দেবে না। আর যাদের কাছে অনুমতি রয়েছে, তাদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিকেলবেলা থেকে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে একাধিক রাস্তায় ধস নেমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলবেলা থেকে এত বৃষ্টি হচ্ছে যে, পাহাড়ের গা বেয়ে স্রোতের আকারে জলের ধারা নেমে আসছে। এতে বিভিন্ন রাস্তায় গাড়ি আটকে পড়েছিল। ফলে ব্যাপক যানজটও যানজটও তৈরী হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে লাচেন-চুংথাং রোড ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রাস্তার মুন্সিথাং এলাকার একাধিক জায়গায় ধস নেমেছে। আর সন্ধ্যাবেলা অবধি চুংথাংয়ের রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব হলেও রাতেরবেলা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, লাচুং ও লাচেন থেকে পর্যটকদের চুংথাংয়ে সরিয়ে আনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামীকাল থেকে উত্তর সিকিমে পর্যটকদের নতুন করে আসার অনুমতি আর দেওয়া হবে না। ইতিমধ্যে যে অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এখন যাতে আর পর্যটক উত্তর সিকিমে না পাঠানো হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং রাস্তাঘাটের মেরামত না হওয়া অবধি পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, উত্তর সিকিমের ব্যবসায়ীরাও বৃষ্টিতে চিন্তায় পড়েছেন। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল জানান, ‘‘ব্যাপক বৃষ্টি হচ্ছে। পর্যটকদের চুংথাংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আর কেউ কোথাও আটকে পড়েছেন কিনা, আমরা তা দেখছি।’’
Sponsored Ads
Display Your Ads Here