অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অবশেষে মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ জানা গেল। প্রথমে মনে করা হচ্ছিল ৩০ শে এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে। তবে ৩০ শে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকায় ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরী হয়েছিল। তবে আজ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানাচ্ছে, “৩০ শে এপ্রিলের পরিবর্তে আগামী ২ রা মে ফল প্রকাশিত হবে।”
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২ রা মে ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে নিজেদের ফল জানতে পারবে। এই বছর ১০ ই ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর ২২ ফেব্রুয়ারী শেষ হয়েছিল। সুতরাং পরীক্ষার সত্তর দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদ ফলপ্রকাশ করতে চলেছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশী। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরী বাতিল হয়েছে। এই আবহে এতজন পরীক্ষার্থীর খাতা দেখা সম্ভব হবে কিভাবে তা মধ্যশিক্ষা পর্ষদকে ভাবিয়েছিল। আর মাধ্যমিকের পাশাপাশি উচ্চ-মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়েছে। ফলে পড়ুয়াদের খাতা দেখা নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরী হয়েছিল। এই নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “যথাসময়ে মাধ্য়মিক-উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত করা হবে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথা হয়েছে।”