নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল মাঝরাতেরবেলা নদীয়ার চাকদহ ব্লকের দুবড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেউলিয়া বিল পাড় এলাকায় ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম ইজাজুল মন্ডল। বয়স ৬০ বছর।
![]()
পরিবার সূত্রে জানা যাচ্ছে, ইজাজুল মণ্ডল নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। তখনই ঘুমন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়। এরপর ওই গুলি মশারির ভেতর শুয়ে থাকা ইজাজুল মন্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। ফলে প্রাণে বেঁচে যান। আর গুলির শব্দে পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যেতেই সকলে ছুটে আসেন। এদিকে, দুষ্কৃতীরাও এলাকা ছেড়ে চম্পট দেন। এরপর পরিবারের সদস্যরা দ্রুত ইজাজুল মণ্ডলকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তাকে ব্যান্ডেজ করে ছেড়ে দেন।
পাশাপাশি, পরিবারের সদস্যরা চাকদা থানার পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ঘরের মধ্যে থেকে গুলির খোল উদ্ধার করেন। আর এই ঘটনায় কারা জড়িত? ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। আপাতত এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।