নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়-তেলেঙ্গনা সীমানায় কুড়ি হাজার নিরাপত্তারক্ষী সহ সেনা ও পুলিশের যৌথ বাহিনী বিশেষ অভিযানে নেমেছেন। ইতিমধ্যে কাররেগুট্টা পাহাড় ঘিরে ফেলা হয়েছে। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা। এক ইঞ্চিও ফাঁক নেই। হাজার খানেক মাওবাদীকে নিঃশেষ করতেই তিন রাজ্য থেকে ছত্রিশগঢ়ের বিজাপুরের মাও ডেরায় এসে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে জানা গেছে, বিজাপুরের ওই এলাকাতে মাওবাদীদের মোস্ট ওয়ান্টেড দুই কমান্ডর দেবা এবং হিদমা রয়েছে। এরপরই তাদের ধরতেই সারি সারি বাহিনী নেমেছে। এই অভিযানে ডিআরজি, বাস্তার ফাইটার, স্পেশাল টাস্ক ফোর্স, তিন রাজ্য যথাক্রমে ছত্রিশগঢ়, মহারাষ্ট্র ও তেলেঙ্গনার সমস্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অংশ নিয়েছেন। নিরাপত্তারক্ষীরা ঘন জঙ্গলের বাধাকে পেরিয়ে টহলদারী দিচ্ছেন।

টানা ৪৮ ঘণ্টা ধরে এই টহলদারী চালানো হচ্ছে। এই অভিযান শুরুর ঘণ্টাখানেকের মধ্যে পাঁচ জন মাওবাদীকে নিঃশেষ করা হয়েছে। উল্লেখ্য যে, কয়েক দিন আগেই মাওবাদীদের একটি প্রেস বিজ্ঞপ্তি নিরাপত্তারক্ষীদের হাতে এসে পৌঁছেছে। সেখানে লেখা ছিল, ওই পাহাড় ও ঘন অরণ্যতে প্রচুর আইইডি বসানো হয়েছে। যা খুঁজে বের করতেও এই অভিযান চালানো হচ্ছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code