অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মে মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও কবের মধ্যে প্রকাশিত হতে পারে, তার আভাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, আগামী ১৫ ই মে’র মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরী নিয়ে জটিলতা তৈরী হওয়ার জেরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে দেরী হওয়ার আশঙ্কা ছিল। তবে সময়ের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। এ বছর ৩ রা মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর ১৮ ই মার্চ শেষ হয়েছিল। অতএব, ১৫ ই মে ফল প্রকাশিত হলে তা, পরীক্ষার ৫৮ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে।
গত বছর পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশিত হবে কবে? আর পড়ুয়ারা হাতে মার্কশিট পাবে কবে? তা এখনো অবশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ জানায়নি। যদিও কিছু দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তবে পড়ুয়ারা মার্কশিট না হাতে পেলেও, ফল প্রকাশ হওয়ার দিন অনলাইনে ফলাফল দেখতে পারবে।