Indian Prime Time
True News only ....

সপ্তাহ জুড়ে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। রাজ্যবাসী গরমে হাসফাঁস করতে শুরু করেছে। মাঝে দিন কয়েক বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই। আর বেলা বাড়তেই মাথার উপর চড়া রোদ পড়ছে। এরইমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরে বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ। বরং আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। শনিবার অবধি সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামীকাল ও শুক্রবার বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। আর লাল সতর্কতাও জারি হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আর আগামী ২৬ শে এপ্রিলের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। তবে রবিবার থেকে দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

বর্তমানে বাতাসের আর্দ্রতা বেশী থাকার জন্যই দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। অথচ ওই বাষ্প ভূপৃষ্ঠের কাছে জমা হয়ে চাদরের মতো হয়ে থাকছে, ফলে তাপ নিঃসরণ হচ্ছে না। বৃষ্টিও হচ্ছে না। পাশাপাশি, ঝাড়খণ্ডের দিক থেকে গরম হাওয়া পশ্চিমের জেলাগুলিতে ঢুকছে। এর জেরে তাপমাত্রাও ক্রমশ বাড়ছে।

সাধারণত কোনো স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ডিগ্রী বেশী থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রী ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। এই আবহে দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দীর্ঘক্ষণ বাড়ির বাইরে না থাকতে বলা হচ্ছে। সকলকেই হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে এবং সাথে ছাতা অথবা টুপি রাখার কথা বলা হয়েছে। আর শরীরে জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পান করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.