নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজার থানার সিকান্দারপুর গ্রামে পাহারা দিতে যাওয়া দুই যুবকের উপর দুষ্কৃতীদের হামলার জেরে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবকের নাম শিবু মণ্ডল। আর আহত যুবকের নাম সূর্য মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একমাস ধরে বহিরাগতরা গ্রামে ঢুকে লুঠপাট চালাচ্ছিল। গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণও করছিল। তাই পুলিশের সাথে কথা বলে এলাকায় রাত পাহারার ব্যবস্থা করা হয়। সেই মতো গতকাল শিবু ও সূর্য রাত পাহারা দিচ্ছিল। তখনই দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। আর ওই ধারালো অস্ত্রের কোপে শিবুর মৃত্যু হয়। তবে সূর্যের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
এই ঘটনার পর বাসিন্দারা বিক্ষোভ দেখান। এমনকি মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধও করেন। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসলে পুলিশের সাথে বাসিন্দাদের বচসা বেঁধে যায়। এমনকি ধস্তাধস্তিও শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব়্যাফ নামানো হয়েছে। কিন্তু শিবু এবং সূর্যের উপর হামলা চালিয়েছে কারা? পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছেন।