নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আজ দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পাহাড়ে একটি রিসর্টের অদূরে জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। সবুজে ঘেরা বৈসরন উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে পর্যটকরা সন্ত্রাসবাদীদের কবলে পড়েন। সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগাঁও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছেন।
এই হামলার ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এদিকে নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘দোষীরা কেউ রেহাই পাবে না।’’
ঘটনাচক্রে, জঙ্গিরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের সময়ই হামলা চালিয়েছে। এখনো অবধি কোনো জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরণ দেখে অনেকে মনে করছেন লশকর-ই-ত্যায়বা বা ‘তেহরিক লবাইক ইয়া মুসলিম (টিএলএম), ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) -এর মতো তাদের কোনো ছায়া সংগঠন এই হত্যালীলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।
অ)