নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ গতকাল মাঝরাতেরবেলা আইআইটি খড়গপুরে ১ জন পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অনিকেত ওয়ালকার। মহারাষ্ট্রের বাসিন্দা। অনিকেত ওসিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড নভেল আর্কিটেকচারের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। এখানে সে জগদীশচন্দ্র বসু ভবনের সি ২১৪ নম্বর রুমে থাকত।
জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা অনিকেতের ঘরের দরজা বন্ধ ছিল। প্রথমে বিষয়টা স্বাভাবিক মনে হলেও, পরে সন্দেহ বাড়তে থাকে। এরপর সহপাঠীরা দরজা ধাক্কাতে শুরু করলেও কোনো সাড়া না পাওয়ায় বাকি পড়ুয়ারাও দরজা ভাঙতে উদ্যত্ত হয়। তারপর দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই সকলে আঁতকে ওঠেন। দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় অনিকেত সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
আজ মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আর এটি খুন না আত্মহত্যা? ঠিক কি কারণে এই মৃত্যু হয়েছে? তা জানতে যথাযথ তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক রোমহর্ষ ঘটনাকে কেন্দ্র করে অনিকেতের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।