Indian Prime Time
True News only ....

পুলিশের এফআইআরকে পাল্টা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ

 অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ হাওড়ায় রাম নবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এবার বিশ্ব হিন্দু পরিষদ তাকে পাল্টা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। এদিন আদালতে সংগঠনের তরফে জানানো হয়, পাঁচশো নয়, ৩০৩ জন মিছিলে ছিল।

রামনবমীর মিছিলে কারা কারা অংশ নিয়েছিল, তা সংগঠনের তরফে আদালতে আধার কার্ডের ছবি-সহ তালিকা পেশ করা হয়। সংঠনের পক্ষ থেকে জানানো হয়, এত ভিড় রাস্তায় প্রতিবছর মিছিল দেখতেও লোক দাঁড়িয়ে পড়েন। তাদেরও পুলিশ সংগঠনের লোক হিসাবে দেখানোর চেষ্টা করছে। আর পাল্টা প্রশ্ন করা হয় যে, কোন অপরাধে, কিসের ভিত্তিতে পুলিশ ক্রিমিনাল কেস করেছে? তার কৈফিয়ত দিতে হবে।

এদিকে, পুলিশ ক্রিমিনাল কেস করার ক্ষেত্রে কি কি তথ্য প্রমাণ পেয়েছে, তার তালিকা নিয়ে ২৫ শে এপ্রিল আদালত হাজির হওয়ার জন্য রাজ্যেকে নির্দেশ দেয়। এর আগেও হাওড়াতে পুলিশ অঞ্জনি পুত্র সেনার বিরুদ্ধে একই কারণে এফআইআর দায়ের করেন। পুলিশের তরফ থেকে অভিযোগ ছিল, “রামনবমীতে যে পরিমাণ জনসংখ্যা নিয়ে মিছিল করার কথা ছিল, তার থেকে অনেক বেশী লোকবল নিয়ে মিছিল হয়েছে।”

Get real time updates directly on you device, subscribe now.