নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার কাপাশেরা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় ১ জন ক্যাব চালক প্রাণ হারালেন। মৃত ব্যক্তির নাম সন্দীপ। বয়স ৪২ বছর। বাড়ি গুরগাঁওয়ের পালম বিহার এলাকায়। পেশায় আর কে পুরমে একটি ট্যাক্সি ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।
সোমবার রাত ১০.৩০টা নাগাদ বিজয়াসন ফ্লাইওভারের কাছে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় ৪২ বছর বয়সী সন্দীপ নামক চালকের। পুলিশ জানিয়েছে, কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি কমিশনার সুরেন্দ্র চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাড়িটি বিজয়াসন ফ্লাইওভার থেকে দ্বারকা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছিল, এমন সময় হঠাৎ আগুন ধরে যায় এবং চালক বেরোতে পারেননি।
দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে মৃত চালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।ঘটনাস্থলে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির টিমকে ডাকা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।