মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার খড়দহে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠলো চার জন যুবকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে। বাকি দু’জন পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার দুই মেয়েকে নিয়ে থাকেন। এদিন বাড়িতে একাই ছিলেন। তখন চার জন যুবক বাড়িতে এসে তার দুই মেয়েকে তাদের হাতে তুলে দিতে চাপ দেয়। কিন্তু ওই মহিলা তা না মানায় যুবকরা ওই মহিলাকে টেনে আমবাগানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে বাসিন্দারা আমবাগানের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। আর রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবীতে সোচ্চার হন।
এদিকে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জানতে পেরে অভিযুক্তরা বন্দুক হাতে থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রাতেরবেলাই ছোটু ও জাবেদকে গ্রেফতার করেছেন। আর বাকি দু’জন পলাতক। আপাতত তাদের খোঁজে তল্লাশি চলছে। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান এই গোটা ঘটনার তীব্র নিন্দা করে জানান, “আগে কখনো আমাদের এলাকায় এই ধরণের ঘটনা শোনা যায়নি। আমরা শিহরিত। পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের খুঁজে বের করুক।”