নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির রাজগঞ্জে দুই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো ১ জন প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই নাবালিকা বাড়ির সামনে খেলছিল। তখন ওই প্রৌঢ় খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একসাথে তাদেরকে নিয়ে গিয়ে একটি বন্ধ ঘরে শ্লীলতাহানি করেন। এরপর নাবালিকাদের পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে, ওই ঘর থেকে নাবালিকাদের বেরোতে দেখতে পান। প্রথমে তারা কিছু না বললেও, পরে সব জানায়। এরপরই পরিবারের সদস্যরা সব শুনে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগে ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে।
পাশাপাশি নাবালিকাদের পরিবারের তরফে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে। অন্যদিকে, নিগৃতার পরিবারের এক জন সদস্য জানান, “ওই প্রৌঢ় আগে একটা মেয়ের সাথে শ্লীলতাহানি করেছিল। কালকে একসাথে দুটো মেয়ের সাথে এরকম করল।”